ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ফাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ফাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চান মেসি ফাতি ও মেসি: ছবি-সংগৃহীত

রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পুরস্কার জয়ের পর মিলানের সেই অনুষ্ঠানে বার্সেলোনায় নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসি বন্দনায় যখন পৃথিবী মশগুল তখন ৩২ বছর বয়সী তারকা অবাক আনসু ফাতির প্রতিভায়। কাতালানদের টিনেজ তারকা ইতোমধ্যে ঝলক দেখিয়ে প্রিয়ভাজন হয়ে উঠেছেন মেসির।

১৬ বছর বয়সী ফাতিকে নিজের মতো গড়ে তুলতে চান এলএমটেন। এখনই যেন ফাতির ওপর অত্যধিক প্রত্যাশার চাপের বোঝা বইতে না হয় তা নিয়েও সতর্ক করে দিলেন মেসি।

ফিফা ম্যাগাজিনকে বার্সেলোনা ফরোয়ার্ড বলেন, ‘আমি তাকে (ফাতি) খুব পছন্দ করি এবং চেষ্টা করি তাকে সাহায্য ও সমর্থন করতে। সে দু্র্দান্ত এক ফুটবলার এবং সফল হওয়ার জন্য যা দরকার তা তার আছে। ’

তিনি আরো বলেন, ‘তবে আমি যদি নিজের পরিপ্রেক্ষিতে দেখি, আমি তাকে নিজের মতো করে গড়ে তুলতে চাই যেভাবে বার্সেলোনা আমাকে গড়ে তুলেছে। চাপ বিহীন থেকে সবকিছু শান্ত ও ভালোভাবে করে যেতে হবে। ’

মেসি স্মরণ করিয়ে দিলেন ফাতির বয়সটাও। তার বয়সটা যে এখন ফুটবল উপভোগের সেই কথায় জানালেন বছরের সেরা ফুটবলার, ‘আমাদের ভুললে চলবে না যে তার এখনও ১৬ বছর। তার অবশ্যই এখন ফুটবল উপভোগ করে যাওয়ার সময় এবং নিশ্চিত করতে হবে যে চারপাশের কোলাহল যেন তার ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। কারণ সেরা ফুটবলার হওয়ার জন্য তার মধ্যে সব গুণাগুণ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।