ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আবারও শৃঙ্খলাভঙ্গের দায়ে ডিমেরিট পয়েন্ট পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আবারও শৃঙ্খলাভঙ্গের দায়ে ডিমেরিট পয়েন্ট পেলেন কোহলি ছবি-সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিরাট কোহলিকে সতর্ক করে দিয়েছে আইসিসি। সঙ্গে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক। বেঙ্গলুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ‘অনুপযুক্ত শারীরিক সংঘর্ষে’র জন্য এই শাস্তি পেয়েছেন কোহলি। 

ঘটনাটি ঘটে ভারতের ব্যাটিংয়ের পঞ্চম ওভারে। রান নেওয়ার সময় কোহলি প্রোটিয়া পেসার বিউরেন হ্যান্ডরিক্সকে উদ্দেশ্যপূর্ণভাবে কাঁধ দিয়ে ধাক্কা লাগায়।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি আম্পায়ারের।  

আন্তর্জাতিক ম্যাচে ‘অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের’ জন্য কোহলি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন। যার ফলে আম্পায়ার তার লেভেল ওয়ানে করা অপরাধ খুঁজে পেয়েছেন।  

এর আগেও কোহলি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তিনটি ডিমেরিট পয়েন্ট পান তিনি।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।