ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন যশোরের শামস-উল-হুদা এফএ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন যশোরের শামস-উল-হুদা এফএ

বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের দল শামস-উল-হুদা এফএ। পল্টনের আউটার স্টেডিয়ামে ফাইনালে সিলেটের এমকে গ্যালাকটিকোকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শামস-উল-হুদা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।

খেলা শেষে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সিলেটের হাসান এবং সর্বোচ্চ গোলদাতা ফেনীর এফ এ রাফেত।

মাঠে লড়ছে যশোর ও সিলেট।  ছবি: শোয়েব মিথুনফুটবলের উন্নয়ন ও প্রতিভা খোঁজে ১২টি একাডেমি দল নিয়ে গত ১২ সেপ্টেম্বর প্রথমবারের মতো আয়োজন করা হয় অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।