bangla news

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ১ বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৯ ৭:৪০:৫৮ পিএম
আকিলা ধনঞ্জয়া

আকিলা ধনঞ্জয়া

আগামী ১২ মাস বল করতে পারবেন না আকিলা ধনঞ্জয়া। লঙ্কান অলরাউন্ডারের অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।

গত আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র ইনস্টিটিউটে তাকে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলেন ধনঞ্জয়া। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরেও নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা অল্প সময়ের জন্য হলেও এবার তাকে লম্বা সময়ের জন্য শাস্তি পেতে হচ্ছে। ২০২০ সালের ২৯ আগস্ট এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে তার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-19 19:40:58