bangla news

বার্সার চতুর্থ ম্যাচেও থাকছেন না মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১১ ৫:০৫:৪২ পিএম
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি/ছবি: সংগৃহীত

সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি/ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। এমনকি পুরোদমে অনুশীলনেও ফিরতে পারেননি। ফলে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও তাকে পাচ্ছেন না আর্নেস্তো ভালভার্দে।

প্রাক-মৌসুম প্রস্তুতির সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। যদিও সে সময় জানানো হয়েছিল, ইনজুরি তত গুরুতর নয়। তবে এরপর দলের অনুশীলনে দেখা যায়নি তাকে। বরং ক্লাবের ট্রেনারের সঙ্গে একাই হালকা অনুশীলন শুরু করেছিলেন।

ক্লাব ফুটবলে এখন আন্তর্জাতিক বিরতি চলছে। ক্লাবের বাকি সতীর্থরা তাই যার যার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন। অপরদিকে  ইনজুরি আক্রান্ত পা নিয়ে বসে না থেকে কঠোর পরিশ্রম জারি রেখেছেন বার্সেলোনার অধিনায়ক। ফিটনেস ফিরে পেতে জিমে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত।

ভ্যালেন্সিয়া ম্যাচ যেহেতু অতি সন্নিকটে, মেসির ফেরার সম্ভাবনা এখন চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচে। যদি ওই ম্যচেও না হয়, তাহলে হয়তো ২১ সেপ্টেম্বর লা লিগায় ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এমনটাই জানিয়েছে।

এদিকে গোড়ালির ইনজুরিতে ভুগছেন বার্সার স্ট্রাইকার লুইস সুয়ারেজও। লা লিগায় দলের প্রথম ম্যাচেই ইনজুরিতে আক্রান্ত হন তিনি। তবে ভ্যালেন্সিয়া ম্যাচেই ফিরতে পারেন উরুগুইয়ান তারকা। কিন্তু মেসির ইনজুরি নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কাতালান জায়ান্টরা। তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়াই এখন বর্তমান লিগ চ্যাম্পিয়নদের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএইচএম/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল বার্সেলোনা মেসি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-11 17:05:42