ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বৃষ্টিতে পঞ্চম দিনের খেলায় বিলম্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
বৃষ্টিতে পঞ্চম দিনের খেলায় বিলম্ব ছবি:সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে ফের বৃষ্টি হানা দিয়েছে। এই বৃষ্টিই অবশ্য হারের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে। কেননা চতুর্থ দিন শেষে খাদের কিনারায় রয়েছেন সাকিবরা।

সোমবার (০৯ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের খেলায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের।

চতুর্থ দিন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানে শেষ করে।

অধিনায়ক সাকিব অপরাজিত ৩৯ ও সৌম্য সরকার শূন্য রানে মাঠ ছাড়েন। জয়ের জন্য এখনও ২৬২ রান দরকার।

এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান করলে জবাবে বাংলাদেশ ২০৫ রানে গুটিয়ে যায়। পরে সফরকারী আফগানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।