bangla news

ইউএস ওপেনের সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০৫ ১:১৩:০৪ পিএম
রাফায়েল নাদাল: ছবি-সংগৃহীত

রাফায়েল নাদাল: ছবি-সংগৃহীত

১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের মধ্যে প্রথম তিন সেট জিতেই ফ্ল্যাশিং মিডোসের সেমিফাইনালে পা রেখেছেন স্প্যানিশ তারকা।

দ্বিতীয় বাছাই নাদাল ৬-৪, ৭-৫ ও ৬-২ সেটে হারিয়েছেন ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানকে। এই নিয়ে চলতি বছরের প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড। ১১ বছর আগেও একই কাজ করেছিলেন নাদাল। এটি তার ৩৩তম সেমিফাইনাল।

শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও তৃতীয় বাছাই রজার ফেদেরার না থাকায় নিউ ইয়র্ক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাদাল। কারণ বাকি যে তিন তারকা শেষ চারে উঠেছেন তার মধ্যে আগে কেউ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেনি।

সেমিতে নাদালের প্রতিপক্ষ ২৪তম বাছাই মার্কো ভেরাত্তিনি। ইতালিয়ান তারকা ভেরাত্তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। আরেক সেমিতে ফেদেরারকে হারানো গ্রিগর দিমিত্রিভ খেলবেন দানিল মেদভেদভের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
ইউবি/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-05 13:13:04