ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ওল্ড ট্রাফোর্ডে সেই দুরন্ত স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
ওল্ড ট্রাফোর্ডে সেই দুরন্ত স্মিথ ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃড়তায় ভালো ভাবেই শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। দ্বিতীয় টেস্টে জোফরা অর্চারের বাউন্সারে আঘাত পাওয়া স্মিথ এক ম্যাচ পর দলে ফিরেই অর্ধশতকের দেখা পেয়েছেন।

ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় সফরকারী দল। দলীয় ২৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মার্কাস হ্যারিস।


 
এরপর তৃতীয় উইকেটে শক্ত প্রতিরোধ গড়েন মারনাস লাবুশেনে ও স্টিভেন স্মিথ। মধ্যাহ্ন বিরতির পর্যন্ত ২ উইকেটে ৯৮ রান করে। বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরুতে হতে দেরি হয়। অর্ধশতক তুলে নেন লাবুশেনে। তবে ২ উইকেটে ১০২ রান তোলার পর আবার বৃষ্টির বাধাতে বাধা পড়ে খেলা।
 
এরপর পুনরায় খেলা শুরু হয়। এবার অর্ধশতক তুলে নেন স্মিথ। তবে দলীয় ১৪৪ রানে ব্যক্তিগত ৬৭ রান করে বিদায় নেন লাবুশেনে। ভাঙ্গে ১১৬ রানের তৃতীয় উইকেট জুটি।
 
ট্রাভিস হেডকে সাথে নিয়ে চা বিরতি পর্যন্ত পার করে দেন স্মিথ। আবার বৃষ্টি শুরু হলে তৃতীয় দফায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুর করা গেলে প্রথম দিনের খেলঅ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। স্মিথ ৬০ ও হেড ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করবেন।
 
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।