ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

সমকামী বিরোধী ব্যানারে বিপাকে ফরাসি ফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
সমকামী বিরোধী ব্যানারে বিপাকে ফরাসি ফুটবল সমকামী বিরোধী ব্যানার: ছবি-সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ খেলতে মেসের মাঠে গিয়েছিল পিএসজি। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে হওয়া ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা। তবে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে টমাস টুখেলের শিষ্যদের।

মেস সমর্থকদের সমকামী বিরোধী ব্যানার ও চিৎকারের কারণে ম্যাচটি সাময়িক বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। ম্যাচের ২০ মিনিটে সাময়িক বিরতি দিয়ে খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়া হয়।

তার আগে অবশ্য ১১ মিনিটে আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি।

কিছুক্ষণ পরে আবার মাঠে নামে দু’দল। ৪৩ মিনিটে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন এরিক ম্যাক্সিম চুপো মোটিং। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে-এডিনসন কাভানি না থাকায় টুখেল সুযোগ দেন জার্মান বংশোদ্ভূত এই ক্যামেরুন ফরোয়ার্ডকে। ম্যাচটিতে পিএসজি দলে ছিলেন না নেইমারও।

সমকামী বিরোধী ব্যানারের কারণে এই নিয়ে চলতি মৌসুমে তিনবার ম্যাচ সাময়িক বন্ধ হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। বুধবার (২৮ আগস্ট) মার্শেই বনাম নিসের ম্যাচেও এমন ঘটনা ঘটে। মার্শেই সমর্থকদের সমকামী বিরোধী ব্যানার ও চিৎকারে ম্যাচ ১০ মিনিট বন্ধ রাখেন রেফারি।

গত রোববার (২৫ আগস্ট) মোনাকো বনাম নিমসের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও এমন ঘটনা ঘটে। কেবল ফ্রেঞ্চ লিগ ওয়ানে নয়, লিগ ২-তেও ন্যান্সি বনাম লে মেন্সের ম্যাচে ঢেউ উঠেছিল সমকামী বিরোধী ব্যানারের।

পিএসজি বনাম মেসের ম্যাচ এক ব্যানারে লেখা ছিল, ‘পিএসজি, এলএফপি (ফ্রেঞ্চ লিগ ওয়ান), আমাকে তোমার গান গাইতে দাও, বলতে দাও তোমার নিজের সঙ্গে নিজেই সঙ্গম করো। আমাকে টিভিতে দেখা যাবে না, কারণ আমার শব্দগুলো খুব সমকামীপূর্ণ নয়। ’

ফরাসি ফুটবলে বিভিন্ন ক্লাব সমর্থকদের এমন আচরণের কারণও আছে। এই মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান হোমোফোবিক বা সমকামভীতি মন্তব্য থামানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।