ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

প্রথমবার ইউএস ওপেনে মুখোমুখি সেরেনা-শারাপোভা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
প্রথমবার ইউএস ওপেনে মুখোমুখি সেরেনা-শারাপোভা  প্রথমবারের মতো ইউএস ওপেনে মুখোমুখি হচ্ছেন সেরেনা-শারাপোভা: ছবি-সংগৃহীত

২০১৯ ইউএস ওপেনের পর্দা উঠছে সোমবার (২৬ আগস্ট)। একই সময়ে দিবাগত রাতেই বড় লড়াই দেখবে টেনিস বিশ্ব। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামের হার্ড কোর্টে প্রথম রাউন্ডেই মুখোমুখি হবেন দীর্ঘ সময়ের দুই প্রতিদ্বন্দ্বি সেরেনা উইলিয়ামসন ও মারিয়া শারাপোভা।

ইউএস ওপেনে এর আগে কখনো মুখোমুখি হননি এই দুই তারকা। গত বছর ছয়বারের ইউএস জয়ী সেরেনা ফাইনালে হেরে যান জাপানি কন্যা নাওমি ওসাকার কাছে।

যার ফলে মার্কিন ললনা সাবেক অস্ট্রেলিয়ান টেনিস তারকা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাতে পারেননি। উন্মুক্ত যুগে নারী এককে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৩৭ বছর বয়সী সেরেনা। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে শীর্ষে আছেন ৭৭ বছর বয়সী কোর্ট।

২০১৬ সালে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক শারাপোভা। যার ফলে রুশ সুন্দরীর কপালে জুটে দুই বছরের নিষেধাজ্ঞা। অবশ্য কর্তৃপক্ষ পরে নিষেধাজ্ঞা শিথিল করায় ২০১৭ সালের এপ্রিলে ডব্লিউটিএ ট্যুর দিয়ে কোর্টে প্রত্যাবর্তন ঘটে ৩২ বছর বয়সী শারাপোভার। কিন্তু সাবেক নাম্বার ওয়ান তার হারানো ফর্ম ফিরে পাননি এখনো।

ক্যারিয়ারে মাত্র একবার ইউএস ওপেনজয়ী শারাপোভা র‌্যাংকিংয়ে ৮৭ নাম্বারে থেকে মুখোমুখি হবেন সেরেনার। সাবেক নাম্বার ওয়ান সেরেনা সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে আছেন অষ্টম স্থানে। গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে কখনো মার্কিন কৃষ্ণকলিকে হারাতে পারেননি শারাপোভো।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad