bangla news

ওয়াটলিং-গ্র্যান্ডহোমের ব্যাটে বড় লিডের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৫ ৭:১৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টম ল্যাথামের সেঞ্চুরিতে ভর করেই ভালো অবস্থানে থেকে আগের দিন শেষ করে নিউজিল্যান্ড। রোববার (২৫ আগস্ট) বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাটে ভর করে সফরকারীরা নিজেদের লিড নিয়ে গেছে ১৩৮ রানে।

কলম্বো টেস্টের চতুর্থ দিনের শুরু থেকেই রানের চাকা সচল রাখেন ল্যাথাম ও ওয়াটলিং। দলীয় ২৬৯ রানে আউট হয়ে ফেরেন ল্যাথাম। ফেরার আগে ১৫টি চারে ২৫১ বলে ১৫৪ রানের দারুণ এক ইনিংস খেলে যান। 

অপর প্রান্তে ওয়াটলিং ব্যাট চালিয়ে যান নিজ ছন্দে। তার সঙ্গে যোগ দেন গ্র্যান্ডহোম। দুজন মিলে দারুণ দক্ষতায় এগিয়ে নিতে থাকেন দলকে। সমান তালে দুজন ব্যাট চালান। মাঝে একাধিকবার বৃষ্টি বাধা হয়ে এলেও দিন শেষে ১৩৮ রানের লিড পায় নিউজিল্যান্ড।

দিন শেষে ২০৮ বলে ৮১ রানে ওয়াটলিং ও ৭৫ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন গ্র্যান্ডহোম। 

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এমকেএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-25 19:16:13