bangla news

স্টোকসের হেলমেট ভাঙলেন হ্যাজলউড 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৫ ৬:৩৩:৫২ পিএম
স্টোকসের হেলমেটে আঘাত লেগেছে হ্যাজলউডের বাউন্সার: ছবি-সংগৃহীত

স্টোকসের হেলমেটে আঘাত লেগেছে হ্যাজলউডের বাউন্সার: ছবি-সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ভয়্ঙ্কর এক বাউন্সারে স্টিভেন স্মিথকে ভূপাতিত করেন জোফরা আর্চার। ইংলিশ পেসারের ঘণ্টায় ৯৬ মাইল গতিবেগে ছুটে আসা বল ঘাড়ে আঘাত লাগে অজি ব্যাটসম্যানের। যার কারণে সিরিজের তৃতীয় টেস্টে অনুপস্থিত স্মিথ। 

দলের সেরা খেলোয়াড়ের আঘাত পাওয়াটা হয়তো ভুলেননি জশ হ্যাজলউড। অজি পেসার ঠিকই প্রতিশোধ নিলেন লিডস টেস্টে এসে। হেডিংলিতে চতুর্থ দিনে ভয়ঙ্কর এক বাউন্সারে বেন স্টোকসের হেলমেট ভেঙে ফেলেন হ্যাজলউড। ইংলিশ অলরাউন্ডার অবশ্য বেঁচে গেছেন হেলমেটের কারণে। মুখে যেভাবে বলটি আঘাত করেছে তাতে বড় দূর্ঘটনার শিকার হতে পারতেন স্টোকস। তবে তার হেলমেট ঠিকই টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে মাঠে। 

হ্যাজলউডের বাউন্সার সামাল দেওয়ার চেষ্টা করছেন স্টোকস: ছবি-সংগৃহীত হ্যাজলউডের ভয়ঙ্কর বাউন্সারও নিরাশ করতে পারেনি স্টোকসকে। চতুর্থদিনে ইংলিশদের ভরসা তিনি-ই। ৯০ বল খেলে ১৭ রানে অপরাজিত আছেন স্টোকস। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (২২)। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে ২০১ রান। জিততে হলে আরো ১৫৮ রান করতে হবে স্বাগতিকদের। 

ছিটকে পড়ছে স্টোকসের হেলমেটের অংশ: ছবি-সংগৃহীত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ১৭৯ রান। হ্যাজলউড ইংলিশদের প্রথম ইনিংস গুঁড়িয়ে দেন মাত্র ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান করে ৩৫৯ রানের টার্গেট দেয় সফরকারী অস্ট্রেলিয়া।

হেলমেটের ভাঙা অংশ দেখছেন স্টোকস: ছবি-সংগৃহীত সিরিজে সমতায় ফিরতে হলে ইংল্যান্ডকে তৃতীয় টেস্টে জয় পেতে হবে। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করে জো রুটের দল। 

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ইউবি  

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-25 18:33:52