ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পছন্দের নির্বাচক ও বোলিং কোচের নাম জানালেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
পছন্দের নির্বাচক ও বোলিং কোচের নাম জানালেন সরফরাজ পাকিস্তান ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

গত জুলাইয়ের শেষে পাকিস্তানের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম-উল-হক। বোলিং কোচ আজহার মাহমুদের সঙ্গেও ‍চুক্তি নবায়ন করেনি পিসিবি। দুই খালি পদেই নিজের পছন্দের নাম জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নওয়াজ।

পাকিস্তানের প্রধান নির্বাচক পদে দেশটির সাবেক লেগ-স্পিনার আবদুল কাদির এবং সাবেক পেসার আকিব জাভেদকে চান সরফরাজ।  

৭০ বছর বয়সী সরফরাজ জানান, পাকিস্তানের কোচিং স্টাফ নিজ দেশের হওয়া উচিৎ।

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কারণে বিদেশী কোচরা দীর্ঘ সময় পাকিস্তানে থাকেন না।  

পাকিস্তানের গণমাধ্যম ডন’কে সাবেক এই সুইং কিংবদন্তি বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদেশী কোচরা পাকিস্তানে থাকেন না। তদুপরি ঘরোয়া ক্রিকেটে খেলা প্রতিভাবান ক্রিকেটারদের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে খুঁজে বের করতে তারা তেমন আগ্রহী হোন না। অতএব কোনো বিদেশী কোচ পাকিস্তানের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে কাজ করতে পারেন না। আমি এ কারণেই বিশ্বাস করি, ক্রিকেটের উন্নতির জন্য প্রতিভাবান পাকিস্তানি কোচদের প্রধান, ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ। ’ 

বাংলাদেশ সময়; ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।