bangla news

লুকাকুর পর এবার সানচেজও যাচ্ছেন ইন্টার মিলানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৮ ১১:০৫:২১ এএম
ম্যানচেস্টার ইউনাইটেডের চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ: ছবি-সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ: ছবি-সংগৃহীত

চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছে ইন্টার মিলান। এবার রেড ডেভিলদের আরেক ফরোয়ার্ড আলেক্সিস সানচেজের সঙ্গে চুক্তি করার পথে নেরাজ্জুরিরা। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে সান সিরোতে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড।

যুক্তরাজ্যে ইতালিয়ান সিরি’এ লিগের ক্লাব ইন্টারের প্রতিনিধি সানচেজের ট্রান্সফার ফি’র ব্যাপারে আলোচনায় বসেছে ইউনাইটেডের সঙ্গে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যাম ফক্স স্পোর্টস। 

সানচেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আরো চার ইতালিয়ান ক্লাব। সেই তালিকায় আছে রোমা, এসি মিলান, জুভেন্টাস ও নাপোলি। তবে সাবেক চেলসি কোচ ও ইন্টার মিলানের বর্তমান কোচ আন্তনিও কন্তে ৩০ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সবার আগে পদক্ষেপ নিয়েছেন। ইতালিয়ান কোচ এর আগে সফল চুক্তি করেছেন লুকাকুর সঙ্গে। 

অবশ্য সানচেজকে বিক্রির ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। কয়েকদিন আগে রেড ডেভিলদের কোচ ওলে গানার সুলশার ফিটনেস ফিরে পাননি এমন খেলোয়াড়দের সমর্থন দেখিয়েছিলেন। 

নরওয়েজিয়ান কোচ বলেন, ‘আলেক্সিস একজন প্রফেশনাল ফুটবলার এবং সে প্রতিদিন অনুশীলনে এসে কঠোর পরিশ্রম করে। আমাদের এখন খুব বড় মাপের ফরোয়ার্ড নেই। তাই আলেক্সিস যত আশা করে তারচেয়ে বেশি ম্যাচ এখন সে খেলতে পারবে। আমরা তাকে ক্লাবে আশা করছি।’ 

২০১৮ সালে প্রিমিয়ার লিগের রেকর্ড ৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে যোগ দেন সানচেজ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রেড ডেভিলদের জার্সিতে ৪১ ম্যাচে খেলে করেছেন মাত্র ৫ গোল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ইউবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-18 11:05:21