ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এ বছর আর হচ্ছে না ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এ বছর আর হচ্ছে না ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম  ইউরো টি-টোয়েন্টি লিগের জার্সি হাতে রশিদ খান, ইয়ন মরগান ও ইমরান তাহির: ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম শুরুর কথা ছিল চলতি বছর। তবে বুধবার (১৪ আগস্ট) আয়োজকরা জানিয়েছে, ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগের আসরটি স্থগিত করা হয়েছে। এ বছর নয়, ২০২০ সালে হবে ইউরো টি-টোয়েন্টি।

আয়োজকরা জানিয়েছে, তাদের এই প্রতিযোগীতা শুরুর জন্য ‘নিঃশ্বাসের জায়গা প্রয়োজন’ এবং আসরটি হবে ২০২০ সালে।  

ইয়ন মরগান, মার্টিন গাপটিল, মোহাম্মদ আমিরদের মতো তারকা ক্রিকেটারদের খেলার কথা ছিল নতুন এই টুর্নামেন্টে।

ডেল স্টেইন, ইমরান তাহির, ফখর জামান, রশিদ খানদের মতো তারকারাও চুক্তিবদ্ধ হয়েছিলেন লিগটি খেলার জন্য। কিন্তু নতুন এই আসর এক বছর পেছানো হয়েছে।  

ইউরোপের ক্রিকেট খেলুড়ে তিন দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস মূলত এই ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের আয়োজক। তিন দেশ থেকে দু’টি করে মোট ছয়টি ক্লাব অংশগ্রহণ করবে লিগটিতে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে আগস্টের শেষের দিকে ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম শুরুর কথা ছিল।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।