ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

কাশ্মীরে ক্রিকেট অ্যাকাডেমি করতে চান ধোনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
কাশ্মীরে ক্রিকেট অ্যাকাডেমি করতে চান ধোনি কাশ্মীরে সেনা সদস্যের দায়িত্ব পালন করছেন ধোনি। ছবি: সংগৃহীত

কলকাতা: ‘কাশ্মীরে প্রতিভার অভাব নেই। অভাব সঠিক দিশা দেখানোর মানুষের।’ কাশ্মীরি ক্রিকেটারদের নিয়ে এমনটাই মত ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত ৩১ জুলাই থেকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট পদে কাশ্মীরে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেছে, সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষ সেনার মতোই রাইফেল নিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছেন ধোনি। এবার কাশ্মীরে ক্রিকেট প্রতিভা খুঁজে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চান তিনি।

কাশ্মীর থেকে ফিরে এ পরিকল্পনার কথা দিল্লিকে জানাবেন বলেও জানান এ তারকা ক্রিকেটার।  

বিশ্বকাপের পর দুই মাসের জন্য বিশ্রামে রয়েছেন ধোনি। একারণে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। এ সময়টায় গত ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রেখেছেন ধোনি। অন্য সেনাদের মতোই শক্ত হাতে দায়িত্ব সামলাচ্ছেন। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লেহতে জাতীয় পতাকা উত্তোলনের কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ভিএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।