bangla news

ক্রিকেটার সৌম্য সরকারের বাবা ডেঙ্গুতে আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১২ ৮:৩৩:০২ পিএম
বাবা-মার সঙ্গে সৌম্য-ছবি: সংগৃহীত

বাবা-মার সঙ্গে সৌম্য-ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। 

জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে রক্ত পরীক্ষার পর সিভিল সার্জন ডা. আবু শাহিন তার ডেঙ্গু হওয়ার বিষয়টা নিশ্চিত করেন। তাকে জরুরীভাবে ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে তার পরিবার।

এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, ‘সোমবার (১২ আগস্ট)  সকাল পর্যন্ত সাতক্ষীরায় মোট ১৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৩৭ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১০৯ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে ৯ জনকে। স্থানীয়ভাবে ১৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টার মধ্যেই ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-12 20:33:02