ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বাতাসে ধসে পড়ল স্টেডিয়ামের ছাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
বাতাসে ধসে পড়ল স্টেডিয়ামের ছাদ ছবি:সংগৃহীত

নেদারল্যান্ডস ভিত্তিক ক্লাব এজে আলকামারের ঘরের মাঠ এএফএএস স্টেডিয়ামের ছাদের একাংশ ধসে পড়েছে। তবে ডাচ লিগ এরেদিভিসিয়ে খেলা এই দলের জেনারেল ম্যানেজার রবার্ত এনহর্ন নিশ্চিত করেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, প্রচণ্ড বাতাসের কারণেই এমনটি হয়েছে।

যদিও এজে’র এই মুহূর্তে ঘরের মাঠে কোনো খেলা নেই। রোববার তারা আরকেসি ওয়ালউইকের মাঠে খেলতে যাবে।

এনহর্ন বলেন, ‘এ ব্যাপারটি আমাদের চমকে দিয়েছে। আমরা এ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম, তবে একই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা স্বস্তি পেয়েছি। ’

আগামী ১৫ আগস্ট ইউক্রেনের দল এফসি মারিওপলের বিপক্ষে ইউরোপা লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে এই মৌসুমে প্রথম নামবে এজে। আর তিন দিন পর লিগের ম্যাচে এফসি গ্রোনিনজেনের বিপক্ষে এএফএএস স্টেডিয়ামে খেলবে দলটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।