ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

শেখ জামালের সঙ্গে ড্র করে দ্বিতীয় স্তরে নেমে গেল নোফেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
শেখ জামালের সঙ্গে ড্র করে দ্বিতীয় স্তরে নেমে গেল নোফেল ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ড্র করেছে নোফেল স্পোর্টিং ক্লাব। আর এই ড্রয়েই প্রথম স্তরে টিকে থাকার আশা শেষ হয়ে গেল দলটির। পরবর্তী মৌসুমে তাদের দ্বিতীয় স্তরে খেলতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ও নোফেলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের ১৫তম মিনিটে হেড থেকে দারুণ এক গোল করে শেখ জামালকে এগিয়ে দেন এমিল সাম্বু।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে ব্যবধান দ্বিগুণ করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ডই।  

২ গোল হজম করে চাপে পড়ে যাওয়া নোফেল আরিফুল ইসলামের গোলে ব্যবধান কমায়। এরপর ৮৫তম মিনিটে দলকে সমতায় ফেরান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।

২৪ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ১৪ হারে ২০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল তথা দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে নোফেল।  

মাত্র এক আসর শেষেই প্রথম স্তর থেকে বিদায় নিতে হলো নোফেলকে। চ্যাম্পিয়নশিপ লিগের গত আসরে রানার্স-আপ হয়েই দলটি প্রথম স্তরে উঠেছিল। এর আগে অবনমন নিশ্চিত হয়েছে টিম বিজেএমসিরও।

অন্যদিকে ২৪ ম্যাচে ৭ জয়, ৭ ড্র ও ১০ হারে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করল শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।