ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আবাহনীর জয়ের রাতে ড্র করল শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আবাহনীর জয়ের রাতে ড্র করল শেখ রাসেল শেখ জামাল বনাম আবাহনী ম্যাচের দৃশ্য: ছবি-শোয়েব মিথুন

বসুন্ধরা কিংসের কাছে আগেই শিরোপা হারানোর ক্ষোভটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর মিটিয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। মারিও লেমোসের শিষ্যরা ৪-১ ব্যবধানের জয় নিয়ে লিগ শেষ করেছে এবার। প্রথম পর্বেও আবাহনী ৪-৩ ব্যবধানে হারিয়েছিল শেখ জামালকে।

সোমবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে দেন মামুনুল ইসলাম। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাবিব নেওয়াজ জীবন।

 

শেখ জামাল বনাম আবাহনীর ম্যাচের বল দখলের দৃশ্য: ছবি-শোয়েব মিথুনবিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে জামালের জালে আরেকবার বল পাঠান আবাহনীর সানডে চিজোবা। এই নিয়ে এবার লিগে ২০ গোল পেলেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। তৃতীয় গোল হজমের ৩ মিনিট পরে মোহাম্মদ মামুন মিয়ার আত্মঘাতী গোলে শেখ জামাল ব্যবধান কমায়। ৭২ মিনিটে ব্যবধানটা ৪-১ করেন সোহেল রানা।  

এই জয়ে ২৪ ম্যাচে ১৯ জয়, ১ ড্র ও ৪ হারে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করেছে আবাহনী। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে শেখ জামাল। আগেই শিরোপা ঘরে তোলা বসুন্ধরা কিংস ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

শেখ জামাল বনাম আবহনীর ম্যাচের দৃশ: ছবি-শোয়েব মিথুনদিনের আরেক ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রথমে এগিয়ে গিয়েও ২-২ ব্যবধানে মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর দল। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানটা ধরে রেখেছে শেখ রাসেল।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।