bangla news

ভারতে তৈরি হচ্ছে মুরালিধরনের বায়োপিক ‘৮০০’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ২:৩৩:৩৪ পিএম
মুরালিধরনের বায়োপিক। ছবি- সংগৃহীত

মুরালিধরনের বায়োপিক। ছবি- সংগৃহীত

ভারতে চলছে বায়োপিকের ক্রেজ। এম এস ধোনি থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন, মেরি কম, মিকা সিংয়ের মতো চরিত্র নিয়ে এরই মধ্যে রুপালি পর্দায় এসেছে জীবনীভিত্তিক সিনেমা। এবার সেই ধারাবাহিকতায় ভারতে নির্মাণ হতে যাচ্ছে শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক।

দক্ষিণের তামিল অভিনেতা বিজয় সেতুপতির মুরালিধরনের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। তবে তিনি বর্তমানে নতুন তিনটি সিনেমায় অভিনয়ের কারণে ব্যস্ত থাকায় চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রাথমিক পর্যায়ে সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘৮০০’।

১৯৭২ সালে ক্যান্ডিতে জন্মগ্রহণ করেন মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন এই কিংবদন্তি। ১৩৩ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলে মোট ১,৩৪৭টি উইকেট নেন। এর মধ্যে টেস্টের পাওয়া ৮০০ উইকেট নিয়েই হচ্ছে এই বায়োপিক।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমকেএম/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-22 14:33:34