bangla news

হার্ট অ্যাটাকের পরও কোচ জানতে চাইলেন স্কোর কতো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ২:১৪:২৮ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

মাঠে খেলা চলাকালীন দিনামো বুখারেস্টের হেড কোচ ইউজেন নেয়াগো হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। রোববার ক্রাইওভার বিপক্ষে তার দলের হারের ম্যাচে এই ঘটনা ঘটে। তবে খুব দ্রুতই মাঠে অ্যাম্বুলেন্স প্রবেশ করে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজাতে স্পোরতুরিলোর বরাতে জানা যায়, ৫১ বছর বয়সী নেয়াগো বর্তমানে আশঙ্কামুক্ত।

বুখারেস্টের সকল কোচ এসময় হাসপাতাল যান। এছাড়া দিনামোর কয়েকজন ফুটবলারও গিয়েছিলেন। তবে মজার ব্যাপার হাসপাতালে নেওয়ার পর নেয়াগো ডাক্তারের কাছে প্রথমবার জানতে চান ‘স্কোর কতো’।

এদিন ম্যাচের ২৫ মিনিটে মাঠের ডাগআউটে বসে থাকা নেয়াগো হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। যেখানে ম্যাচে অবশ্য তার দল ২-০ গোলে হেরে যায়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-22 14:14:28