ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাওয়ার প্লে’র নিয়মে পরিবর্তন চান ক্যালিস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
পাওয়ার প্লে’র নিয়মে পরিবর্তন চান ক্যালিস  ক্যালিস: ছবি-সংগৃহীত

সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস মনে করেন, ওয়ানডেতে পাওয়ার-প্লে’র নিয়মে পরিবর্তন আনা উচিত। এতে বোলাররা কিছু সুবিধা পাবে বলে মনে করেন তিনি। 

২০১৯ বিশ্বকাপে আইসিসি’র অ্যাম্বেসেডর হিসেবে কাজ করেছেন ৪৩ বছর বয়সী ক্যালিস। আইসিসি’র ওয়েবসাইটে তিনি দাবি করেছেন, ক্রিকেটে বোলারদের দাপট আবার ফিরিয়ে আনার জন্য।

এজন্য পাওয়ার-প্লে’র নিয়মে পরিবর্তন আনার কথা বলেছেন তিনি।

পাওয়ার-প্লে’তে বোলারদের জন্য নিয়ম হচ্ছে, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে চার ফিল্ডার বৃত্তের বাইরে রাখতে হবে। এই নিয়মের পরিবর্তন চান ক্যালিস।  

কিংবদন্তি অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় কিছু বিষয়ের পরিবর্তন দরকার। চাপের সময় বোলারদের ব্যাটিং উইকেটে বল করাটা কঠিন হয়ে যায়। পুরনো ফরম্যাটে ১০ ওভারের পরে পাঁচ ফিল্ডার বৃত্তের বাইরে রাখার নিয়ম ছিল। আমি মনে করি, বোলারদের এই অপশন দরকার, বিশেষ করে স্পিন বোলারদের জন্য। ’ 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯ 
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।