bangla news

বৃষ্টিতে বসুন্ধরা-আরামবাগ ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ৮:২৬:২০ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃষ্টির কারণে আরামবাগ ক্রীড়া সংঘ ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৮ মিনিট পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর এক ঘণ্টা অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী না হলে ম্যাচটি স্থগিত করা হয়। শুক্রবার (১২ জুলাই) একই ভেন্যুতে ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে।

আরেক ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের ৮১ মিনিটে জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর পা থেকে আসে জয়সূচক গোলটি।

এদিকে প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নোফেল স্পোটিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে মান্নাফ রাব্বীর গোলে লিড নেয় ব্রাদার্স। বিরতির পর ৫০ মিনিটে জমির উদ্দিনের গোলে সমতায় ফেরে নোফেল। এরপর ৮০ মিনিটে জেমস মগার দূর পাল্লার শটে বল জালের ঠিকান খুঁজে পেলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
আরএআর/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-11 20:26:20