ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ছুটে চলেছে বসুন্ধরার জয়রথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ছুটে চলেছে বসুন্ধরার জয়রথ গোল উদযাপন করছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা: ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ১৬তম রাউন্ডে পিছিয়ে পড়েও নাসির উদ্দিনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা দশম জয় তুলে নিয়েছে নবাগত দলটি।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বসুন্ধরা। ১২ মিনিটে মেহেদী হাসানের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

তবে সমতায় ফিরতে সময় নেয়নি অস্কার ব্রুজনের শিষ্যরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে বল পেয়ে বল জালে পাঠান নাসির উদ্দিন চৌধুরী।

প্রধমার্ধের ইনজুরি সময়েই লিড নেয় বসুন্ধরা। দানিয়েল কলিনদ্রেসের ক্রস থেকে হেড দিয়ে দলকে লিড এনে দেন সেই নাসিরউদ্দিন।

বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান বাড়ায় বসুন্ধরা। দারুণ এক গোলে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস দি সিলভা। ব্যবধান হয় ৩-১ গোলের।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো ম্যাচের শেষ ভাগে ইনজুরি সময়ে গোল করে বসুন্ধরার ৪-১ গোলের জয় নিশ্চিত করেন আলমগীর কবির রানা।

এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজুবত করেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে মুক্তিযেদ্ধা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।