ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সেপ্টেম্বরে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
সেপ্টেম্বরে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ-ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিরিজের অপর দুটি দল হলো আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সময়সূচি জানানো হয়নি। ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজের আংশিক সূচি প্রকাশ করেছে। এসিবি জানায় চলতি বছরে শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ। তবে ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।