ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

উত্তর কোরিয়াকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুন ২১, ২০১০

ঢাকা: উত্তর কোরিয়ার অবগুন্ঠন সরিয়ে দিলো পর্তুগাল। গোলবন্যায় ভাসালো চোলিমাদের।

গুনেগুনে গোল দিলো সাতটি। জোড়া গোল করেছেন তিয়েগো মেন্দেজ।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এটাই সবচেয়ে বড় জয়। দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে জার্মানির ৪-০ গোলের সাফল্য।

‘গ্রুপ অব ডেথ’ নামে পরিচিত ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে জিতে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেলো পুর্তগাল।

ব্রাজিলের সঙ্গে সমানে পাল্লা দেওয়া উত্তর কোরিয়া এ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি। খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি।

সেদিক দিয়ে মাঠ ধাপিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগালের বাকি খেলায়াড়রা। রোনালদো নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করতেও সাহায্য করেছেন।

২৯ মিনিটে মিডফিল্ডার তিয়েগোর বানিয়ে দেওয়া বলে কোরিয়া শিবিরে প্রথম আঘাত হানেন রাউল মিয়েরেলেস। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে উঠে ১৯৬৬ সালের কোয়ার্টার ফাইনাল খেলা উত্তর কোরিয়া। লক্ষভ্রষ্ট কিছু শটও নেয়। কিন্তু পর্তুগালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি।

সুযোগ সন্ধানী পর্তুগিজরা ৫৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয়। গোলটি করেন সিমাও সাব্রোসা।

এরপরই শুরু হয় পর্তুগিজদের গোল উৎসব। একের পর এক গোল করে রোনালদোর দল। প্রতিরোধ গড়তে না পারায় কোরিয়দের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ৫৬ মিনিটে হুগো আলমেইদা, ৬০ মিনিটে তিয়েগো, ৮১ মিনিটে লিয়েদসন মুনিস এবং ৮৭ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো গোল করেন।

তিয়াগো নিজের দ্বিতীয় গোলটি করেন ৮৯ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০০৫ ঘ. ২১ জুন, ২০১০
এমএফএম/সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।