bangla news

টুর্নামেন্টে অংশ নিতে ডিউবল টিমের সদস্যরা ভারতে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৪ ৯:৩০:০৮ পিএম
ডিউবল জাতীয়দলের সদস্যরা ভারত গেলেন। ছবি: বাংলানিউজ

ডিউবল জাতীয়দলের সদস্যরা ভারত গেলেন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): আন্তর্জাতিক ডিউবল টুর্নামেন্টে অংশ নিতে ভারত গেল ডিউবল জাতীয়দলের ২৮ সদস্যরা।  সোমবার (২৪ জুন) দুপুর ২টায় ডিউবল টিমের সদস্যরা বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। 

বাংলাদেশ ডিউবল এসোসিয়েশনের সেক্রেটারি বিএম শহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ১৬ সদস্যের পুরুষ ও ১২ সদস্যের নারী দল নিয়ে তারা ভারতে যাচ্ছেন। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে তারা ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন। 

আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভারতের পাঞ্জাবের রুপনগরে অনুষ্ঠিত হবে এই চার জাতীয় আন্তর্জাতিক ডিউবল টুর্নামেন্ট। আন্তর্জাতিক এ টুর্ণামেন্টে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ ডিউবল এসোসিয়েশনের পুরুষ ও নারী দল। বাংলাদেশ ছাড়াও এ ভারত, জিম্বাবুয়ে ও ইয়েমন জাতীয় দলের সাথে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা শেষে বাংলাদেশ দলের সদস্যরা আগামী ৩ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ২৪ জুন, ২০১৯
এমএমইউ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-24 21:30:08