ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জয় দিয়ে কোপার প্রস্তুতি নিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৯
জয় দিয়ে কোপার প্রস্তুতি নিলো ব্রাজিল কৌতিনহো। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা শুরু হওয়ার বাকি আর ৯ দিন। এর আগে প্রস্তুতিটা ভালই করে নিলো ব্রাজিল। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতি সারলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রিশার্লিসন ও গাব্রিয়েল জেসুসের গোলে জয় পায় তিতের দল। তবে ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার নেইমার আবারও চোট পাওয়ায় দু:শ্চিন্তা যোগ হয়েছে ব্রাজিল শিবিরে।

  

ম্যাচের শুরু থেকে কিছুটা অগোছালো দেখা যায় ব্রাজিলকে তবে তা গুছিয়ে নিতে বেশি সময় নেয়নি তারা। ষষ্ঠদশ মিনিটে দানি আলভেসের ক্রস হেডে নিয়ে প্রথম গোলটি করেন এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন।  

২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস।

এই দুই গোলের মাঝে পায়ে চোট পেয়ে ২১তম মিনিটে মাঠ ছাড়েন গত মাসে চোট কাটিয়ে ফেরা পিএসজি ফরোয়ার্ড নেইমার।  

পুরো ম্যাচে কাতার মোটেই প্রতিরোধ গড়তে পারেনি। তবে দুই গোল ছাড়াও একাধিক সুযোগ নষ্ট করায় আর ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।