ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজবাড়ীতে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১১

রাজবাড়ী: নতুন ফুটবলার তৈরির অভিযান শুরু করেছে রাজবাড়ী ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াতে স্থানীয় শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছে কর্তৃপক্ষ।



জেলার রেলওয়ে মাঠে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০জন শিশু-কিশোরদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে তারা। এজন্য বেশ কয়েকটি  টুর্নামেন্টেরও আয়োজন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ডানোন নেশন ক্যাপ অনূর্ধ্ব ১০-১২, সিটিসেল অনূর্ধ্ব ১৩-১৪ এবং কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল শিল্ড টুর্নামেন্ট।

রাজবাড়ী ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল বলেন,“রাজবাড়ী ষ্টেডিয়াম থাকার পরও দর্শকদের কথা মাথায় রেখে ঐতিহাসিক রেলওয়ে মাঠে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খুদে ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি ফুটবল লিগ ও টুর্নামেন্টের আয়োজন করে দর্শকদের খেলার মাঠে ফিরিয়ে আনার পেছনে ভূমিকা রাখছে অ্যাসোসিয়েশন। ”

বাংলাদেশ সময়: ১৭১২ ঘন্টা, ডিসেম্বর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।