ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

১০৯৯ দিন শেষে পতন হচ্ছে রিয়াল সাম্রাজ্যের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জুন ২, ২০১৯
১০৯৯ দিন শেষে পতন হচ্ছে রিয়াল সাম্রাজ্যের গত আসরের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ-সংগৃহীত

‘রাজা যায় রাজা আসে।’ জগতের চিরন্তন সত্য এটাই। টানা তিন মৌসুম শেষে অতঃপর ইউরোপ ফুটবলের সিংহাসনে বসতে যাচ্ছে আরেক রাজা।    

১০৯৯ দিন! ইউরোপীয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর থেকে ইউরোপের ফুটবলে এতদিন কেউ রাজত্ব করেনি। শনিবার (০১) জুন দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের স্বপ্নের সাম্রাজ্যের ‍মুকুট উঠতে যাচ্ছে আরেক রাজার মাথায়।

জিনেদিন জিদানের হাত ধরে ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড নেই আর কোনো ক্লাবের। অবশ্য ইউরোপীয়ান কাপ যুগে লস ব্ল্যাঙ্কোসরা শুরুর টানা পাঁচ মৌসুম (১৯৫৫-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৫৮-৫৯ ও ১৯৫৯-৬০) শিরোপা জিতেছিল।

কিন্তু ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আয়াক্সের বিপক্ষে হেরে যাওয়ার পর পতন ঘটে রিয়াল সাম্রাজ্যের। এরপর থেকে নতুন রাজার আশায় ইউরোপের ফুটবল।  

অবশেষে আজ রাতে ফুরাতে যাচ্ছে রাজার খোঁজ। অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে সিংহাসন দখলের লড়াইয়ে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুল ও টটেনহাম। অবশ্য এটা নিশ্চিত, ইউরোপা কাপের পর চ্যাম্পিয়নস লিগের মুকুটটাও যাচ্ছে ব্রিটিশদের হাতে।

১৪ বছরের শিরোপা খরা ঘুচানোর সামনে লিভারপুল। ২০০৫ সালে শেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ‘অলরেডস’রা। গত আসরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা হেরে যায় রিয়ালের বিপক্ষে।  

অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে ইতিহাস আগেই লিখে ফেলেছে টটেনহাম। শিরোপা জিতলে তো কথায় নেই। ইউরোপ ফুটবলের রাজত্ব উঠবে একেবারে নতুন রাজার হাতে।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘন্টা, জুন ০১, ২০১৯
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।