ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ছয়মাস মাঠের বাইরে জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১
ছয়মাস মাঠের বাইরে জনসন

মেলর্বোন: বাঁ পায়ের চোট সারাতে অস্ত্রোপচারের বিকল্প নেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের। তাই চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে এই ক্রিকেটারকে।

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার সময় লাগতে পারে প্রায় পাঁচ থেকে ছয়মাস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে গিয়ে চোট পান জনসন। ক্রিকেট অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ট্রেফর জেমস বলেন,“তার চোট খুব গুরুতর। চোট সারাতে অস্ত্রোপচারের বিকল্প নেই। আশা করি, অস্ত্রোপচারের পাঁচ থেকে ছয় মাস পরই মাঠে নামতে পারবে সে। ”

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।