ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান বিচ গেমসে যাচ্ছে ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১

ঢাকা: পাঁচদিনের প্রস্তুতি নিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটায় আয়োজিত প্রথম দক্ষিণ এশিয়ান বিচ ফুটবলে শিরোপা জিতেছিলো বাংলাদেশ দল। সাউথ এশিয়ান বিচ গেমসের সাফল্যে উজ্জ্বীবিত বাংলাদেশের লক্ষ্য এবার এশিয়ান বিচ গেমস।



আগামী ১৬ থেকে ২২ জুন তৃতীয় এশিয়ান বিচ গেমসের আসর বসবে চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের উপকূলীয় শহর হাইয়াংয়েতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রতিযোগিতায় মহিলা কাবাডি, পুরুষ বাস্কেটবল, রোলার স্কেটিং, ভলিবল ও ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

এদিকে ফুটবলার ও কর্মকর্তাদের অ্যাক্রিডিটেশনের জন্য বাফুফেকেও চিঠি দিয়েছে বিওএ। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, দক্ষিণ এশিয়ান বিচ গেমসে স্বর্ণ জেতায় এশিয়ান গেমসে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ২০ সদস্যের দল ও কর্মকর্তাদের নাম পাঠাতে বলেছে বিওএ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।