ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেইমার নন, কোপায় ব্রাজিলের অধিনায়ক আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
নেইমার নন, কোপায় ব্রাজিলের অধিনায়ক আলভেজ নেইমার নন, কোপায় ব্রাজিলের অধিনায়ক আলভেজ-ছবি:সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা ফুটবলে নেইমারের পরিবর্তে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের কোচ তিতে নেইমারকে ব্রাজিল দলের স্থায়ী অধিনায়ক করেছিলেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন সোমবার (মে ২৭) জানায় শনিবার নেইমারের সাথে যোগাযোগ করেই তিতে এই সিদ্ধান্ত নেন।

বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেজ্ঞায় আছেন।

ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আগামী ১৬ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। ৭ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘন্টা, মে ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।