ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

খেলা

রঞ্জি ট্রফিতে গাঙ্গুলির শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১
রঞ্জি ট্রফিতে গাঙ্গুলির শতক

হরিয়ানা: ফুরিয়ে গেছেন ‘ক্যালকাটা মহারাজ’ সৌরভ গাঙ্গুলি। এ অজুহাতে সাবেক অধিনায়ক বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে।

একই কারণে ছিটকে পড়েন শাহারুখের দল কোলকাতা নাইট রাইডার্স থেকেও। যদিও জাতীয় দলে ফেরার কোন সম্ভাবনা নেই ক্রিকেটকে বিদায় বলে দেওয়া বাঁহাতি এই ক্রিকেটারের। তার ব্যাট এখনো হাসে। সর্বশেষ রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিপক্ষে পশ্চিমবঙ্গের হয়ে শতক হাঁকিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হরিয়ানার বিপক্ষে ১৩৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন গাঙ্গুলি। ১৭৮ বল খেলে ২০টি চার ও একটি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।

দলের নিয়মিত অধিনায়ক মনোজ তিওয়ারির অনুপস্থিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলতে তিওয়ারি জাতীয় দলে থাকায় নেতার দায়িত্ব পান তিনি।

গাঙ্গুলির ১৩৫ রান সত্ত্বেও খেলায় ১৯ রানের এগিয়ে আছে হরিয়ানা দল। প্রথমে ব্যাট করে ৩৫৮ রান করে হরিয়ানা। জবাবে ৩৩৯ রানে অলআউট হয় পশ্চিমবাংলা।  

বাংলাদেশ সময়:১৯৫৩ ঘন্টা, ডিসেম্বর ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।