bangla news

জকোভিচকে হারিয়ে ইতালিয়ান মাস্টার্স জিতলেন নাদাল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২০ ১:৩৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘ ৩৩ মাস পর ৯তম ইতালিয়ান মাস্টার্স জিতেছেন রাফায়েল নাদাল। রোমে নম্বর দুই বাছাই ৬-০, ৪-৬ ও ৬-১ গেমে হারান এক নম্বর বাছাই নোভাক জকোভিচকে। 

প্রথম সেটে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জেতেন জকোভিচ। কিন্তু ফলাফল নির্ধারনী সেটে আর পেরে উঠেননি সার্বিয়ান তারকা। ২ ঘন্টা ২৫ মিনিটের লড়াই জিতে নেন ৩২ বছর বয়সী নাদাল। 

গত মাদ্রিদ মাস্টার্স জিতে নাদালের ৩৩ মাস্টার্স জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন জকোভিচ। ইতালিয়ান মাস্টার্স জিতে আবারও এগিয়ে গেলেন নাদাল। জকোভিচ মাস্টার্স জিতেছেন ৩৩ বার। নাদালের এটি ৩৪তম মাস্টার্স এবং ৮১তম টুর্নামেন্ট জয়। 

এছাড়া নিজেদের ৫৪তম সাক্ষাতেও দুই ধাপ এগিয়ে গেলেন নাদাল। ২৮ জয় পেয়েছেন স্প্যানিশ তারকা। জকোভিচের জয় ২৬। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নাদালকে সেমিফাইনাল থেকে বিদায় করে দেন জকোভিচ। এবার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে প্রতিশোধ নিলেন ক্লে-কোর্টের রাজা নাদাল। 

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, মে ২০, ২০১৯ 
ইউবি/এমকেএম 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-20 13:35:55