ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মমতাকে একবছর রাখবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
মমতাকে একবছর রাখবে বিসিবি

ঢাকা: নারী ক্রিকেটারদের জন্য আলাদা একাডেমি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাভারের বিকেএসপিতে হতে পারে একাডেমি ভাবনটি।

বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামলা বুধবার জানিয়েছেন, বিকেএসপির মহাপরিচলক ব্রিগেডিয়ার জেনারেল এমএম সালেহীনের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনাও হয়েছে।

শুক্রবার বিকেএসপি পরিদর্শনে যাবেন বিসিবি সভাপতি ও কয়েকজন পরিচালক। পরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় দলের কোচ মমতা মাবেনকেও একবছরের জন্য রেখে দিচ্ছে বিসিবি। মোস্তফা কামাল জানান, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত মমতার সঙ্গে চুক্তি হবে। ভারতীয় এই কোচ সেপ্টেম্বরে তিন মাসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব নেন। তার তত্ত্বাবধানে বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ দল। জিতেছে প্রথম আন্তর্জাতিক ওয়ানডেও।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।