ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ২১০ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ২১০ রান জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ২১০ রান

ঢাকা: ত্রিদেশীয় সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে ২১০ রানে টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শুরু থেকে বাংলাদেশের একক আধিপত্য দেখা গেছে। কিন্তু ফাইনালের শুরুটা তেমন ভালো হয়নি। বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।

বৃষ্টির পর খেলা আবারও শুরু হয়েছে। তবে ম্যাচ ২৪ ওভারে নামিয়ে আনা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে আসে ১৪৪ রান। হোপ ৭৪ রান করে মিরাজের বলে আউট হন। নির্ধারিত ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাড়ায় ১ উইকেটে ১৫২ রান। অ্যামব্রিজ ৬৯ রানে অপরাজিত ছিলেন। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাড়ায় ২১০ রান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার (১৭ মে) ডাবলিনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশে নেই সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও  মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও রামোন রেইফার।

বাংলাদেশ সময়: ২৩০১ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।