ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

হ্যান্ডবলে শিরোপা বিজিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

ঢাকা: জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ফাইনালে তারা ৩৮-১৭ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।



পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধে ২২-১১ গোলে এগিয়ে ছিলো বিজিবি। বিজয়ী দলের পক্ষে মোঃ খায়রুজ্জামান ১৩টি ও মোঃ কামেল হোসেন ৯টি এবং পুলিশের হয়ে মাহবুবুল আলম ৬টি গোল করেন।

একই ভেন্যুতে স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম মহানগরী ৩৯-২৪ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাড. আব্দুল মান্নান খান। এসময় বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক হাবিবুল্লাহ ডন ও ফেডারেশন সভাপতি নরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।