ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

তামিম খেলছেন, তবে...

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
তামিম খেলছেন, তবে...

ঢাকা: চারদিকে একটা ধূম্রজাল তৈরি হয়েছে তামিম ইকবালের টি-টোয়েন্টি না খেলা নিয়ে। ফিসফাস হচ্ছে তামিমকে আসলে খেলানো হয়নি।

হাঁটুর মালাইচাকিতে চোটের ঘটনা নিছক ঢাল হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে। বিষয়টি কতটা সত্যি বলা মুশকিল।

সত্যি জানাও দূরুহ হয়ে দাঁড়িয়েছে। তবে যা নিয়ে ফিসফাস হচ্ছে তাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিতে চাচ্ছেনা সংশ্লিষ্টদের অনেকে।

জাতীয় দলের সঙ্গে ওঠাবসা এমন একজন নিজে থেকেই বললেন, ‘তামিমের দাম্ভিকতায় লাগাম টেনে ধরার চেষ্টা করছেন কোচ স্টুয়ার্ট ল। এতে বোর্ড পরিচালকদের একাংশের সায়ও আছে। ’

তামিমের অতীত কর্মকান্ডের অনেক অভিযোগ অনুযোগ জমা হয়েছে বোর্ড পরিচালকদের রেকর্ড বুকে। ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মচারিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ। হাতের চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য প্রথম শ্রেণীর টিকিট না পাওয়ায় বিদ্রোহ। জিম্বাবুয়ে সফরে গিয়ে কোচের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়া। জাতীয় লিগে না খেলা। এমনকি অনুশীলনে অনিয়মিত হওয়ার বিষয়গুলো সামনে আসছে।

যদিও তামিম ঘাড় ‘লক’ এবং পেশি সমস্যায় আগে কয়েকবার অনুশীলন করতে পারেননি। এবার ডান হাঁটুর মালাইচাকিতে চোট পাওয়ায় অনুশীলন থেকে বিরত ছিলেন। কিন্তু একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেছেন, ‘তামিমকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভালো পারফরমার হলেই হবে না। শৃঙ্খলা এবং দলের প্রতি তার কমিটমেন্টের বিষয়টিও দেখা হচ্ছে। সহ-অধিনায়কের পদ থেকে তাকে বাদ দেওয়ার পর সে আগের মতো নেই। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের শেষ টেস্ট থেকেই সন্দেহের তীরের লক্ষ্য হয়ে আছেন তামিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে যে ভাবে আউট হয়েছেন এই বাঁহাতি মারকাটারি খেলুড়ে, তা থেকেই মূলত সন্দেহের সূত্রপাত।

সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের টি-টোয়েন্টিতে তামিমের না খেলাটা এখন অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগের দিন টানা অনুশীলন করেছেন। রাতে ফিজিও বিভাগ সিংকে অস্বস্তির কথা জানালেও খেলার আগে হুট করে না খেলার সিদ্ধান্ত অধিনায়ক মুশফিকুর রহিমের কাছেও রহস্যময়। খেলা শেষে অধিনায়কের মুখে সেই সুরই যেনো বাজলো। বললেন, ‘একজন ভালোভাবে অনুশীলন করেছে। আগে থেকে জানিয়েও দেওয়া হয়েছে কে কে খেলবে। একেবারে শেষমুহূর্তে এসে যদি কেউ বলে আমি খেলতে পারবো না, তা হলে কি করা। এতে ব্যাটিং অর্ডার ওলট-পালট হয়ে যায়। ’

ফিজিও জানিয়েছেন তামিম একক সিদ্ধান্তে খেলতে রাজি হনিন। তামিমকে বিশ্রামে রাখার জন্য ‘টিম ম্যানেজমেন্ট’কে কিছুই বলেননি তিনি।

মঙ্গলবার ডান হাঁটুর মালাইচাকির পুরনো ব্যথাটা ফিরে আসায় টি-টোয়েন্টিতে না খেললেও ওয়ানডেতে ঠিকই খেলবেন তামিম। রাতারাতি সব ভালো হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহটা বেশি ঘনিভূত হয়েছে। খেলাপুর্ব সংবাদ সম্মেলনে কোচ স্টুয়ার্ট ল’র কাছে তামিমের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোলাসা করলেন না কিছুই। বললেন,‘তামিমের সমস্যা সামান্যই। দলের জন্য সুখবর, হয়তো সে খেলবে। ’

তবে জাতীয় দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার তামিমের না খেলার পেছনে অন্য কোন কারণ দেখছেন না। তিনি নাম গোপন রাখার শর্তে বলেছেন, ‘তামিমের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আন্তর্জাতিক ম্যাচে বসিয়ে রাখবে না। কোচ তো একক সিদ্ধান্তে তা করতে পারবেনই না। সে ক্ষমতা তাকে দেওয়া হয়নি। তামিম যদি নিজে থেকে না খেলেন তাহলে অন্য কথা। আমার জানা মতে চোটের কারণেই খেলার ঝুঁকি নেয়নি তামিম। ‘

খেলার আগের দিন তামিম কথা বলেন না। তাই এবিষয়ে তার মতামতও জানা সম্ভব হয়নি। যদিও মঙ্গলবার টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার আতহার আলী খানের কাছে এক সাক্ষাৎকারে হাঁটুর মালইচাকিতে চোটের কথাই বলেছেন।     

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।