ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ক্রীড়া পরিদপ্তরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ক্রীড়া পরিদপ্তরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু .

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ মে) থেকে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে দুই মাসব্যাপী ক্রীড়া পরিদপ্তরের অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০১৯। 

ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ থেকে পর্যায়ক্রমে মোট ৪৮ জন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়েছে এই প্রশিক্ষণ ক্যাম্পের জন্য।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহা. মোমিনুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম ও মোহাম্মপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনসহ অন্যান্যরা।  

প্রতি বছরের ন্যায় এবারও এই প্রশিক্ষণ ক্যাম্প শেষে সেরা ২ জন ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে জানান কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।