ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শেষদিনে ঘর গুছিয়েছে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১
শেষদিনে ঘর গুছিয়েছে শেখ রাসেল

ঢাকা: আসন্ন গ্রামীণফোন প্রিমিয়ার লিগে স্থানীয়দের দল-বদলের শেষ দিনে বুধবার খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করে গত মৌসুমে তৃতীয়স্থানে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র। একই দিন ঘর গুছিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও।



নতুন ছয়জন খেলোয়াড়কে এ মৌসুমে দলে ভিড়িয়েছে শেখ রাসেল। মুক্তিযোদ্ধা সংসদ থেকে এসেছেন চারজন। এদের মধ্যে রয়েছেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, ডিফেন্ডার ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মিডফিল্ডার জাহিদ পারভেজ ও ফরোয়ার্ড বুকোলা। এছাড়া ব্রাদার্সের মিডফিল্ডার ফয়সাল মাহমুদ ও মোহামেডানের ফরোয়ার্ড আনোয়ার যোগ দিয়েছেন শেখ রাসেলে। অন্যদিকে শেখ রাসেল থেকে চলে গেছেন দুই খেলোয়াড় গোলরক্ষক মামুন খান ও মিডফিল্ডার মোনায়েম রাজু।

শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন,“ঘরোয়া ফুটবলে আমরা রানার্সআপসহ বেশ কয়েকবারই সেরাদের তালিকায় ছিলাম। এবার লক্ষ্য শিরোপা জেতা। গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয়ে দল গড় গড়েছি আমরা। ”

সব মিলিয়ে ১৭ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে শেখ রাসেল। তারা হলেন বিপ্লব ভট্টাচার্য, মোঃ আলামিন, গোলাম মোস্তফা তুয়ান (গোলরক্ষক), আমিনুল ইসলাম, উত্তম কুমার বনিক, প্রদীপ বড়–য়া, বাপ্পী হাসান মুরাদ, মশিউল কবির বাপ্পী, মাহফুজুর রহমান বাবু, ইয়ামিন আহম্মেদ চৌধুরী মুন্না, জাহিদ পারভেজ, মিজবাউল হক মানিক, ফয়সাল মাহমুদ, এস.এম ইমরুল হাসান ইমু, ইমন মাহমুদ বাবু, আনোয়ার হোসেন ও মোঃ ইউসুফ।

এছাড়া মোট ছয় বিদেশি খেলোয়াড়কেও দলে নিচ্ছে রাসেল। নাইজেরিয়া ফরোয়ার্ড প্রিন্স কবির বেল্লো, বুকোলা, মরক্কোর আব্বাস ইনুসা ও মরো মোহাম্মদ। এছাড়া আইভরি কোস্ট ও ক্যামেরুন থেকে আসছেন একজন করে।

এদিকে ফরাশগঞ্জ দলে ভিড়িয়েছে ২৪ খেলোয়াড়কে। তারা হলেন সুলতান আহমেদ শাকিল, মোঃ সানি, সামিউল ইসলাম মাসুম, মামুন মিয়া, রাশেদুল আলম মনি, শওকত রাসেল, জহিরুল ইসলাম জহির, জমিরউদ্দিন, কাওসার আহমেদ রাজিব, সাইদুল হক সাঈদ, সুমন দে, মলয় বর্মন, জুয়েল রানা, সাইফুল আরেফীন রুবেল, সাব্বির হোসেন, সাজেদুল ইসলাম শান্ত, এএম আরাফাত, ফয়সাল আহমেদ এমেকা, মো. রিপন,  আকবর হোসেন রিদন, আমিনুর রহমান সজিব, পাশবন মোল্লা, আতিকুল ইসলাম আতিক।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।