ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হচ্ছে ম্যানসিটি! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ১৪, ২০১৯
চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হচ্ছে ম্যানসিটি!  প্রিমিয়ার লিগের শিরোপা হাতে ম্যানসিটি তারকারা-সংগৃহীত

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আনন্দের রেশ এখনো কাটেনি। কিন্তু সেই আনন্দ মাটি হতে বসেছে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হতে পারে সিটিজেনরা।

পেপ গার্দিওলার অধীনে টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। গত মৌসুমের মতো এবার ইএফএল কাপও ঘরে তুলেছে তারা।

কিন্তু ইতিহাদের ক্লাবটির অভাব কেবল চ্যাম্পিয়নস লিগের। গার্দিওলাও এখনো সিটির অধরা আশাটুকু পূর্ণ করতে পারেনননি।

তার মধ্যে উল্টো ঝামেলায় পড়তে যাচ্ছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গার্দিওলার শিষ্যদের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠেছে সিটির বিপক্ষে।

উয়েফার তদন্তে বেরিয়ে এসেছে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গ করেছে সিটি।

অভিযাগটি প্রমাণিত হলে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হতে পারে গার্দিওলার শিষ্যদের। এমনকি ইউরোপা লিগেও একই ফল বরণ করতে হবে তাদের।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উয়েফার তদন্তে দোষী সাব্যস্ত হলে সকল প্রকার ইউরোপিয়ান প্রতিযোগীতায় এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারে ম্যানচেস্টার সিটি।

এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট দেবে উয়েফার কর্তকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।