ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বোলারদের প্রশংসায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৯
বোলারদের প্রশংসায় মাশরাফি মাশরাফি-ছবি: সংগৃহীত

ব্যাটসম্যানদের দৃঢ়তায় ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও স্বস্তির জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে বোলাররাই মূলত খেলা সহজ করে দিয়েছে। মাশরাফি-মোস্তাফিজদের দাপুটে বোলিংয়ে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৪৭ রানে থামতে হয় ক্যারিবীয়দের। যেখানে সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনদের ব্যাটে ৫ উইকেটের জয় পায় টাইগার বাহিনী।

বোলিংয়ে এদিন সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক মাশরাফি। ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেওয়ার পর ফেরান আগের তিন ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শাই হোপকে (৮৭)।

এছাড়া হোপের সঙ্গে ১০০ রানের জুটি গড়া প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডারকেও বিদায় করেন ম্যাশ।

আরও পড়ুন...সৌম্য-মুশফিকের বীরত্বে ফাইনালে বাংলাদেশ

উইন্ডিজদের বিপক্ষে আগের ম্যাচে বেশ খরুচে মোস্তাফিজ এদিন নিজেকে ঠিকই স্বরূপে ফেরান। ৯ ওভারে ৪৩ রান দিয়ে হন ম্যাচ সেরাও। পাশাপাশি মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিং ও সাকিব আল হাসানে কিপটে বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি ক্যারিবীয়রা।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই ‍গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দুটি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়। ’

এ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৫ মে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad