ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

মানিকগঞ্জে কাবাডি প্রতিযোগিতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
মানিকগঞ্জে কাবাডি প্রতিযোগিতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন কাবাডি প্রতিযোগিতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনালে ব্রহ্মপুত্র জোনে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা দল।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাঙ্গাইল জেলা দলকে ৫২-২৫ পয়েন্টের পরাজিত করে  দলটি এ গৌরব অর্জন করে।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, জেলা পুলিশ সুপার (এসপি) রিফতা রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কাবাডি উপ-কমিটির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন টিপু এবং সদস্য সচিব সেলিম পারভেজ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ব্রহ্মপুত্র জোনের খেলায় অংশ নেয় মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর, গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর ও ময়মনসিংহ।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।