ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ট্রফি জয়ে রোনালদোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
ট্রফি জয়ে রোনালদোর ইতিহাস ট্রফি জয়ে রোনালদোর ইতিহাস-ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে টানা অষ্টমবারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস। এরই সঙ্গে দারুণ এক কীর্তিতে নাম লেখালেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগের শিরোপা জিতলেন তিনি।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে তিনটি শিরোপা জয়ের পর রোনালদো স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন। লা লিগায় তিনি দুটি ট্রফি ঘরে তোলেন।

আর এই মৌসুমে ইতালিয়ান শিরোপা চুমু খেলেন।

প্রথম মৌসুমে পাঁচ ম্যাচ হারে রেখে শিরোপা জেতে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। লিগের এখন পর্যন্ত রোনালদো ১৯টি গোল করেছেন।

শনিবার রাতে ঘরের মাঠে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে তুরিনের ক্লাবটি। এতে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ক্ষতটা কিছুটা হলেও কমলো তাদের।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।