bangla news

হাতের ছোঁয়ায় ওজিলকে চিনে নিলেন অন্ধ ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৫ ১১:১২:১৯ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বয়স তার ১০ কী ১২! নাম তার মিকি। চোখে দেখতে পান না। কিন্তু প্রিয় তারকা মেসুত ওজিলকে হাতের ছোঁয়ায় চিনে নিতে একটুও সময় লাগেনি তার।

প্রিয় তারকা বলে কথা! চোখে না দেখতে পারলেও তার স্পর্শই যথেষ্ট। ভক্তের ভালবাসা কাকে বলে, বুঝিয়ে দিলো মিকি। ফুটবল ভক্ত। তার থেকেও বড় ভক্ত ওজিলের। তাই জার্মান এই ফুটবল তারকাকে ছুঁয়েই চিনে ফেললেন। 

এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অন্ধ ভক্ত মিকির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ওজিল। মিকিকে আগে থেকে বলা হয়নি কে আছে তার সামনে। খুদে ভক্ত প্রথমেই ওজিলের গালে, মাথায়, চুলে হাত বোলাতে শুরু করে। এক পর্যায়ে তার মুখে স্মিত হাসি ফুটে ওঠে। কয়েক সেকেন্ড হাত বোলানের পরই সে চিনে ফেলে প্রিয় তারকাকে। 

ভক্তের এমন ভালবাসায় অবাক হন ওজিলও। এভাবে কেউ কাউকে স্পর্শ করেই চিনে ফেলতে পারে তার ভাবনায় ছিলো না! ওজিলের চোখ অশ্রুশিক্ত হয়ে ওঠে।

আবেগ নিয়েই ওজিল বলেন, ‘আমি দারুন খুশি আমার মিকির মতো একজন ভক্ত আছে। সে দুরারোগ্য রোগে তার চোখের দৃষ্টি হারিয়েছে এবং কিন্তু ফুটবল থেকে তাকে দূরে রাখতে পারেনি। আমি জানি তুমি তোমার স্বপ্নকেই অনুসরণ করবে, সেটাই করে যাও।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমকেএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-15 11:12:19