ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফেনী

ফেনী: ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক ফেনী জেলা দল কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার ১৫ মিনিটে ৭ নম্বর জার্সি পরিহিত ফেনী জেলা দলের খেলোয়াড় সায়মন্ড প্রথম গোল করেন, ৩৫ মিনিটে ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্যাট্রিক দ্বিতীয় গোল ও ৫৫ মিনিটে সায়মন্ড তৃতীয় গোল করেন।

জবাবে কুমিল্লা জেলা দল কোনো গোল পরিশোধ করতে পারেনি।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দিন।  

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফেনী জেলা দলের খেলোয়াড় আবিদ হাসান আবিদ, সেরা প্রশিক্ষক পুরস্কার লাভ করেন দীপক চন্দ্র নাথ (ফেনী জেলা), সেরা ম্যানেজার পুরস্কার লাভ করেন মো. নাসির উদ্দিন (বান্দরবান জেলা), সর্বোচ্চ গোলদাতা মাহবুবুল ইসলাম (হিমু) ৩ গোল (নোয়াখালী জেলা), ফাইনালে সেরা খেলোয়াড় ফেনী জেলা দলের খেলোয়াড় সরোয়ার হোসেন মনা।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।