ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে হারিয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা-ছবি: সংগৃহীত

ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ মার্চ) সাফে ভুটানের বিপক্ষে নিজেদের তৃতীয় ও সবমিলিয়ে অষ্টম জয়ের দেখা পেল গত আসরের রানার্সআপ বাংলাদেশ।  

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ।

৪৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর গোলে এগিয়ে যাওয়ার পর শেষ বাঁশি বাজার আগে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন।

আগের ম্যাচেই ভুটানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছিল স্বাগতিক নেপাল। এই ম্যাচে তাই জয় পাওয়াই ছিল একমাত্র উপায়। আর তাতে বেশ ভালোভাবেই সফল বাংলাদেশের গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো সেমিফাইনাল।  

দুই ম্যাচে পরাজিত হয়ে ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিল ভুটান। অন্যদিকে সেমিতে বাংলাদেশের সঙ্গী নেপাল। আগামী শনিবার (১৬ মার্চ) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে সেমিফাইনাল নিশ্চিত হওয়া এই দুই দল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।