ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল/ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। রুবেলে নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার অসুস্থতার বিষয়টি জানিয়েছেন।

রোববার (১০ মার্চ) রুবেলের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

বর্তমানে তার চিকিৎসার জন্য অপারেশন করা প্রয়োজন।

অপারেশনের জন্য চলতি সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে মোশাররফ রুবেল সাংবাদিকদের জানান, অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে যান তিনি। সেখানে পরীক্ষা করার পরই ব্রেন টিউমার ধরা পড়ে। তবে তা প্রাথমিক পর্যায়ে আছে। যত দ্রুত সম্ভব অপারেশন করানো গেলে সুস্থ হয়ে যাবেন বলেও জানান তিনি।  

জাতীয় দলের জার্সি গায়ে মোশাররফ রুবেল পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বেশ সফল রুবেল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩০৫ রানের পাশাপাশি ৩৯২টি উইকেট নিয়েছেন তিনি।  

অন্যদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ব্যাট হাতে ১৭৯২ রানের পাশাপাশি বল হাতে ১২০টি উইকেট নিয়েছেন মোশাররফ রুবেল।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএআর/এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।